ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে যাবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে যাবে

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে, তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। আবারও যারা ষড়যন্ত্র করবে তারাও অস্তিত্বহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন দলটির শীর্ষ নেতারা।

তারা বলেন, জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে যাবে।  জাতীয় পার্টি জি এম কাদের এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না। বুকের রক্ত দিয়ে হলেও জাতীয় পার্টিকে রক্ষা করবে তৃণমূলের নেতাকর্মীরা।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে এক সভায় নেতারা বক্তৃতায় এসব কথা বলেন।

সভায় বক্তারা আরও বলেন, যারা নির্বাচনই করেনি তারাও নির্বাচন নিয়ে কথা বলেন। আসলে, জাতীয় পার্টিকে পেছন থেকে ছুরিকাঘাত করতেই তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। যারা জাতীয় পার্টির কেউ না তাদের সঙ্গেও বৈঠক করছে ষড়যন্ত্রকারীরা। যাদের এখতিয়ার নেই তারা পার্টির নামে সভা ডেকে জাতীয় পার্টির কোনো ক্ষতি করতে পারবে না। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এরশাদের সৈনিকেরা গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। যারা দলের মধ্যে বিভ্রান্তি ছড়াবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শফি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, সম্পাদকমণ্ডলীর সদস্য এম এ রাজ্জাক খান, জামাল উদ্দিন, নুরুল হক নুরু, মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক, দ্বীন ইসলাম শেখ, মীর সামছুল আলম লিপ্টন, ইসারুহুল্লাহ আসিফ, কেন্দ্রীয় সদস্য আবু নাসের বাদল, মো. আলমগীর হোসেন, আনোয়ার হোসেন খান শান্ত, অর্ণব চৌধুরী, আল আমিন সরকার, জাতীয় ছাত্র সমাজ এর কেন্দ্রীয় সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও জাতীয় ছাত্র সমাজের দক্ষিণের সভাপতি মো. ইউসুফ।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।