ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পাঁচ মাস পর কারামুক্ত বিএনপি নেতা জিকে গউছ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
পাঁচ মাস পর কারামুক্ত বিএনপি নেতা জিকে গউছ 

হবিগঞ্জ: টানা পাঁচ মাস কারাগারে থাকার পর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছ জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

পরে কারা ফটকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক ফুল দিয়ে তাকে বরণ করেন।

এর আগে গত ১১ জানুয়ারি বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খাইরুল আলমের হাইকোর্ট বেঞ্চ জিকে গউছের জামিন মঞ্জুর করেছিলেন।

জানা গেছে, জিকে গউছ মোট চারটি মামলায় ১৫৪ দিন কারাগারে ছিলেন। এর আগে আরও তিনটি মামলায় বিভিন্ন সময় তার জামিন হয়।

গত বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ঢাকার আদালত থেকে গুলশানের বাসায় ফেরার পথে জিকে গউছকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

পরে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরকে হত্যা ষড়যন্ত্রের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলাটি দায়ের হয়েছিল ২০১৫ সালের ২৮ আগস্ট হবিগঞ্জ সদর মডেল থানায়।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।