ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ওমরা পালন করতে গেলেন জাপা মহাসচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
ওমরা পালন করতে গেলেন জাপা মহাসচিব

ঢাকা: পবিত্র ওমরা পালনের জন্য সৌদির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় পার্টির নবর্নিবাচিত মহাসচিব কাজী মামুনুর রশিদ।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে ৪টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন তিনি।

এ সময় জাপা মহাসচিবকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাপার কেন্দ্রীয় নেতারা।

৮ দিনের সফরে জাপা মহাসচিব পবিত্র মক্কা ও মদিনায় অবস্থান করবেন। তিনি মসজিদে নববীতে নামাজ আদায় করবেন।

ওমরা পালনকালে একান্ত ইবাদতে দেশ, জাতি ও জাতীয় পার্টির মঙ্গল কামনা করে আল্লাহর দরবারে দোয়া চাইবেন মহাসচিব কাজী মামুন।

ওমরা পালন শেষে আগামী ২০ মার্চ দেশে ফিরবেন জাতীয় পার্টির মহাসচিব।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।