ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

একঘণ্টা দেরিতে নয়াপল্টনে শুরু হয়েছে বিএনপির সমাবেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মে ১০, ২০২৪
একঘণ্টা দেরিতে নয়াপল্টনে শুরু হয়েছে বিএনপির সমাবেশ নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

আজ শুক্রবার (১০ মে) বিকেল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। তবে এক ঘণ্টা দেরিতে বিকেল ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।  

এর আগে ব্যানার, ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে দেখা যায় ঢাকা মহানগর বিএনপির প্রতিটি থানা ও ওয়ার্ড নেতাকর্মীরা। সমাবেশস্থলে হাজির হয়ে স্লোগান দিচ্ছেন তারা।

এরইমধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপির প্রথম সারি নেতারা। মঞ্চে উপস্থিত হয়েছেন তাদের অনেকেই।

আজ এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এতে বিশেষ অতিথি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

গতকাল বৃহস্পতিবার (৯ মে) সমাবেশের অনুমতি নিতে বেলা ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির তিন নেতা।

প্রায় পৌনে একঘণ্টা পর বাইরে বেরিয়ে এসে শুক্রবারের সমাবেশের ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। এরপর ১৯ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ১০, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।