ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কোটা পদ্ধতি যৌক্তিকীকরণের লক্ষ্যে কমিশন গঠনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
কোটা পদ্ধতি যৌক্তিকীকরণের লক্ষ্যে কমিশন গঠনের দাবি

ঢাকা: কোটা পদ্ধতি যৌক্তিকীকরণ করার লক্ষ্যে একটি কমিশন গঠন করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

শুক্রবার (১২ জুলাই) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা কোটা বিষয়ে হাইকোর্টের সুস্পষ্ট রায়ের পর আর গড়িমসি ও কালবিলম্ব না করে কোটা পদ্ধতি সংস্কার করে কোটা পদ্ধতি যৌক্তিকীকরণ করার লক্ষ্যে একটি কমিশন গঠন করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

নেতৃবৃন্দ একইসঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ছাত্র-ছাত্রীদের শ্রেণিকক্ষ, ঘরবাড়ি, হোস্টেলে ফিরে যেতে ও ধৈর্য ধরে কমিশনের রিপোর্ট প্রকাশ পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
আরকেআর/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।