ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

পঞ্চগড়ে বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ, ১১৪ জনের নামে মামলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
পঞ্চগড়ে বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ, ১১৪ জনের নামে মামলা 

পঞ্চগড়: পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।  

মামলায় ১১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০০ জনকে আসামি করা হয়েছে।

এর মধ্যে প্রধান আসামি করা হয়েছে পঞ্চগড় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি হাসনাত মো. হামিদুর রহমানকে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রঞ্জু আহমেদ। এর আগে গত মঙ্গলবার (৬ আগস্ট) পুরাতন পঞ্চগড় এলাকার মৃত এমদাদুল হকের ছেলে আব্দুল বাতেন বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।  

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে পঞ্চগড় বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা বসে সাংগঠনিক আলোচনা করছিলেন। এসময় কাউন্সিলর হাসনাত, আশরাফুল ইসলাম ও হাড়িভাসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরের নেতৃত্বে ৭০০-৮০০ জন ব্যক্তি বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করেন। এসময় তারা কার্যালয়ের ভেতরে থাকা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতাদের ছবি দেয়াল থেকে নামিয়ে পুড়িয়ে দেন। এছাড়া টিভি, চেয়ার, টেবিল, সোফাসেট, বাল্ব, কেচি গেট, আলমারি, ফ্যানসহ বিভিন্ন জিনিসপত্র ভেঙে ও পুড়িয়ে দেন। এতে প্রায় সাড়ে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।  

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রঞ্জু আহমেদ জানান, এসআই মনিরুজ্জামানকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তিনি এখনো কাগজ হাতে পাননি।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।