ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাউজানে রাঙামাটির শ্রমিকলীগ নেতাকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
রাউজানে রাঙামাটির শ্রমিকলীগ নেতাকে পিটিয়ে হত্যা

রাঙামাটি: চট্টগ্রামের রাউজান উপজেলায় আব্দুল মান্নান (৩২) নামে রাঙামাটির কাউখালী উপজেলার এক শ্রমিকলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

বুধবার (২৮ আগস্ট) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার দুপুরে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান নিজ বাড়ি থেকে চট্টগ্রামের রাউজান উপজেলা শহরের জলিল নগর বাসস্ট্যান্ড এলাকায় যান। এসময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে অটোরিকশায় তুলে নিয়ে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের গুইয়াতল এলাকায় ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিকলীগ নেতা বেতবুনিয়া ইউনিয়নের ডাকবাংলো পুরানবস্তি এলাকার মৃত কবির আহম্মদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল থেকে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ওসি আরও বলেন, ঘটনাটি যেহেতু রাউজান থানায় ঘটেছে। এজন্য সংশ্লিষ্ট থানা এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।