ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকসহ ৬২ জনের নামে হত্যা মামলার আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৪
সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকসহ ৬২ জনের নামে হত্যা মামলার আবেদন

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মারুফ হোসেন (২৪) ও আবুল কালাম (২২) নামে দুই শিবির কর্মীকে কথিত বন্দুকযুদ্ধের মাধ্যমে হত্যার অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, তৎকালীন এসপি চৌধুরী মঞ্জুরুল কবিরসহ ৬২ জনের নামে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা আমলি আদালত-৭ এ নিহত মারুফ হোসেনের ভাই মো. মোকফুর হাসান বাদী হয়ে মামলার আবেদন করেন।

অভিযুক্তরা হলেন- তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, তৎকালীন সহকারী পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মনিরুজ্জামান, দেবহাটা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস, তৎকালীন এসআই জিয়াউল হক, মজিবর রহমান, মো. আছাদুল হক, মঞ্জুরুল ইসলাম মঞ্জুর তৎকালীন এসআই শেখ আলী আকবর, তৎকালীন এসআই তপন কুমার সিংহ, তৎকালীন এসআই মো. ইউনুস আলী গাজী, তৎকালীন এসআই তানভীর হাসান, তৎকালীন পিএএসআই মদন মোহন অধিকারী, তৎকালীন এএসআই দেবাশীষ অধিকারী এবং তৎকালীন এএসআই শফিকুল ইসলামসহ ৬৩ জন।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৪ সালের ২৬ জানুয়ারি দেবহাটায় গ্রেপ্তারের পর উল্লিখিত ব্যক্তিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে শিবিরের দুই নেতা মারুফ হোসেন ও আবুল কালামকে গুলি করে হত্যা করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান বলেন, প্রথমে বিচারক মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন। পরে আবেদনে ত্রুটি দেখানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।