ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৩ হত্যা মামলায় সাবেক এমপি মমিন মন্ডলের পিএস গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
৩ হত্যা মামলায় সাবেক
এমপি মমিন মন্ডলের পিএস গ্রেপ্তার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে তিন ছাত্র-জনতা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ব্যক্তিগত সহকারী (পিএস) সেলিম সরকারকে (৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।  
 
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার উত্তর মাসদাইর গাবতলী এলাকায় ড্রিম কনভেনশন হলে র‌্যাব-১২. র‌্যাব-১১ ও সিসিপি-১  যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

সেলিম সরকার বেলকুচি উপজেলার শেরনগর কামারপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি বেলকুচি সরকারি কলেজের সাবেক জিএস ও সাবেক ছাত্রলীগ নেতা।  

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) মো. আবুল হাশেম সবুজ।  

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, সেলিম সরকার এনায়েতপুর থানার সামনে তিন ছাত্র-জনতাকে গুলি করে হত্যা মামলার এজাহার নামীয় ২৮ নম্বর আসামি। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তারের পর এনায়েতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।  

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণ করা হয়। গুলিতে তিন ছাত্র নিহত হন। এ ঘটনায় সাবেক এমপি আব্দুল মমিন মন্ডলসহ দেড় হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে তিনটি মামলা হয়েছে। সেলিম সরকার এসব মামলার এজাহার নামীয় আসামি।  

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।