ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আন্দোলনে নিহত যুবদল কর্মী নয়ন মিয়ার জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
আন্দোলনে নিহত যুবদল কর্মী নয়ন মিয়ার জানাজা সম্পন্ন

ঢাকা: স্বৈরাচার হাসিনা পতন আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী নয়ন মিয়ার (২৬) জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

শহীদ যুবদল কর্মী নয়ন মিয়ার মাগফেরাত কামনা করে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে গুম-খুন-হত্যার মধ্য দিয়ে একদলীয় শাসনকে প্রতিষ্ঠিত করেছিল। তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। সরকার বাকশাল কায়েমের জন্য গুলি চালিয়ে অসংখ্য ছাত্রদের হত্যা করেছে।

তিনি বলেন, স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনে হাসিনা সরকারের পেটুয়া পুলিশ বাহিনীর গুলিতে নয়ন মিয়ার প্রাণ গেছে। আমাদের অনেক ভাইয়ের প্রাণ গেছে, রক্ত ঝরেছে। এই রক্ত কখনো বৃথা যেতে পারে না, তার আত্মত্যাগ আমাদের আরও শক্তিশালী করেছে।


এ সময় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে অনেকেই নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। অনেকেই দেশে থাকতে পারেনি ফ্যাসিবাদী হাসিনার কারণে। কোটা সংস্কার আন্দোলন শুরু হলে বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথমে গ্রেপ্তারর-নির্যাতন করা হয়েছে। তাদের ওপর কারাগারে অমানবিক অত্যাচার-নির্যাতন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগ গুম-খুন, ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

প্রসঙ্গত, শহীদ মোহাম্মদ নয়ন মিয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন কলাবাগান থানার  ১৬ নম্বর ওয়ার্ডের কর্মী ছিলেন। হাসিনা পতন আন্দোলনে, হাসিনা সরকারের পেটুয়া পুলিশ বাহিনীর গুলিতে ৪ আগস্ট রাজধানীর কাঠালবাগান এলাকায় তিনি আহত হন। পরে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৪৮ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।  

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম,  দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল,  আরো সাবেক কেন্দ্রীয় নেতারা যারা উপস্থিত ছিলেন মোহাম্মদ  ফিরোজ আব্দুল্লাহ, আবু আতিক আল হাসান মিন্টু, গিয়াস উদ্দিন মামুন, রুহুল ইসলাম মনি, সুমন দেওয়ান, এস এম জাহাঙ্গীর চায়না, আশরাফুল আলম ফকির লিংকন, মিজানুর রহমান সুমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।