ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী বিএনপির কর্মী হতে পারে না: কিরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী বিএনপির কর্মী হতে পারে না: কিরণ

শরীয়তপুর: শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ বলেছেন, আমরা (বিএনপি) শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। তাই কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, জমি দখলকারীরা আমার (বিএনপি) কর্মী হতে পারে না।

 

তিনি বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। আপনারা সবাই সজাগ থাকবেন।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঢালীপাড়ায় এক পথসভায় তিনি এ কথা বলেন।  

এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।  

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বলেন, যারা দীর্ঘ ১৫ বছর অত্যাচার নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা হবে। আমরা কখনও আইনকে নিজের হাতে তুলে নেব না। আইন অনুযায়ী যতটুকু সম্ভব বিচার বিভাগ পদক্ষেপ নেবে আইনের মাধ্যমে। কিন্তু কেউ কোনো ভাবে আইনকে হাতে তুলে নেবে না।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।