ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জে ৩ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
হবিগঞ্জে ৩ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার গ্রেপ্তার তিন ছাত্রলীগ কর্মী

হবিগঞ্জ: হবিগঞ্জে পৃথক স্থান থেকে ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার আসামি তিন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।  

রোববার (২৭ অক্টোবর) জেলার লাখাই ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

 গ্রেপ্তাররা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার কুতুবের চক গ্রামের কাউছার মিয়ার ছেলে ইপ্তি মিয়া (২২), লাখাই উপজেলার করাব গ্রামের ফজলুর রহমানের ছেলে ছাদেকুর রহমান (২৮) ও একই উপজেলার রাঢ়িশাল গ্রামের ফরিদ মিয়ার ছেলে আমিন ইসলাম জুয়েল ওরফে নুরুল ইসলাম (২৯)।  

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, গত ২১ অক্টোবর শায়েস্তাগঞ্জ রেল পার্কিংয়ে ছাত্রদল কর্মী নূরে আলম স্বাধীনের ওপর হামলার অভিযোগে পরদিন মামলা দায়ের করা হয়। ইপ্তি মিয়া এ মামলার এজাহার নামীয় আসামি।  

লাখাইয়ে গ্রেপ্তার ছাদেকুর রহমান ও নুরুল ইসলাম গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার আসামি। গত ৮ সেপ্টেম্বর হবিগঞ্জ শহরতলীর আলমপুর গ্রামের মোশাহিদ মিয়া ৫৮ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বাংলানিউজকে জানান, গ্রেপ্তারের পর রোববার বিকেলে ছাদেকুর ও নুরুলকে হবিগঞ্জ সদর মডেল থানায় স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।