ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনা মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
খুলনা মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে অধ্যাপক মাহফুজুর রহমানকে আমির, অধ্যাপক নজিবুর রহমানকে নায়েবে আমির ও শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালকে সেক্রেটারি করা হয়েছে।

 
 
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে নগরের আল-ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠক শেষে মহানগর শাখার নবনির্বাচিত আমির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।  

কমিটিতে সহকারী সেক্রেটারি হিসেবে রয়েছেন শাহ আলম, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী। মোট ১৭ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গত ১১ অক্টোবর রুকনদের প্রত্যক্ষ ভোটে মহানগর আমীর নির্বাচিত হন অধ্যাপক মাহফুজুর রহমান। ঢাকা থেকে এ ঘোষণা দেওয়া হয় গত ২৪ অক্টোবর।  

জামায়াত আমির শফিকুর রহমান সারা দেশের মহানগর ও জেলা আমিরদের নাম ঘোষণা করেন। গত ৯ নভেম্বর নবনির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এমআরএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।