ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ.লীগের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: রাশেদ প্রধান 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
আ.লীগের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: রাশেদ প্রধান 

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। আশা করি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠবে।

দারিদ্র্য বিমোচনে অন্তর্বর্তী ও আগামীর সরকার বড় সহায়ক ভূমিকা পালন করবে।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরান ঢাকায় নয়া গণতান্ত্রিক পার্টি (এনজিপি) আয়োজিত মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

রাশেদ প্রধান বলেন, আমাদের মনে রাখতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উদারতার কারণে শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। শেখ হাসিনা দেশে প্রবেশের ১৩ দিনের মাথায় শহীদ জিয়াকে জীবন দিতে হয়েছিল। একইভাবে বিএনপি যদি উদার রাজনীতির নামে আওয়ামী লীগকে বাংলার মাটিতে রাজনীতি করার সুযোগ দেয় তাহলে আওয়ামী লীগই বিএনপিসহ আমাদের নিঃশেষ করার খেলায় নামবে। সুতরাং সব দলমত এক হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রয়োজন।

মওলানা ভাসানীর স্মৃতিচারণ করে তিনি বলেন, আমাদের মওলানা ভাসানীর আদর্শে রাজনীতিতে এগিয়ে যেতে হবে। তাহলে রাজনীতিবিদদের মধ্যে কখনো প্রতিহিংসার রাজনীতি, ক্ষমতার লোভ, দুর্নীতি, এমপি-মন্ত্রী হওয়ার খায়েশ জাগবে না। আগামীর বাংলাদেশ গড়তে হলে মওলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মেজর এম এ জলিল, শফিউল আলম প্রধানদের মতো জেগে উঠতে হবে।

নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ মান্নানের সভাপতিত্বে ও মহাসচিব ইমরুল কায়েসের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বিএনপি নেতা মো. ইসাহাক সরকার, বাংলাদেশ স্বাধীনতা পার্টির চেয়ারম্যান গফুর মিয়া, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।