ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

দেশের ১৪ কোটি সোলজার রুখে দাঁড়াবে: মির্জা আব্বাস 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
দেশের ১৪ কোটি সোলজার রুখে দাঁড়াবে: মির্জা আব্বাস 

লালমনিরহাট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গতকাল (মঙ্গলবার) প্রতিবেশী দেশ থেকে এক ব্যক্তি হুংকার দিয়ে তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে। আমাদের দেশ গরিব নয়।

বুকের রক্ত দিয়ে মুক্তিযুদ্ধ করা মানুষের দেশ। আমাদের ১৩-১৪ কোটি সোলজার রয়েছে। তারা রুখে দাঁড়াবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

মির্জা আব্বাস বলেন, ভেতরের শকুনগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। বাইরের শকুন ওঁৎ পেতে আছে। আমাদের পরিবার-পরিজন ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, শিশুদের মানসিক বিকাশে এবং তাদের দক্ষ করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন। জিয়ার অবদান দেশের সর্বত্রই বিরাজ করছে। তারই সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।

শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু প্রমুখ।  

ফাইনাল খেলায় টাইব্রেকারে রংপুর মহানগর বিএনপিকে পরাজিত করে শিরোপা ছিনিয়ে নেয় পঞ্চগড় জেলা বিএনপি। এ টুর্নামেন্টে রংপুর বিভাগীয় বিএনপির ১০টি সাংগঠনিক জেলা অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।