ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে সংবাদ সম্মেলন দুপুরে

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে সংবাদ সম্মেলন দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া: ফাইল ফটো

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার উদ্দেশে যাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে দলটির গুলশান চেয়ারপারসন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে রোববার (৫ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেন।  

পরে, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী মঙ্গলবার চিকিৎসার উদ্দেশে লন্ডনে যাত্রা করবেন।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।