কক্সবাজার: বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেছেন, ‘ইতিহাস, ঐতিহ্য, সাফল্য ও অর্জনের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানেই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, আওয়ামী লীগ মানেই আর্ত-মানবতার সেবায় পাশে থেকে কাজ করা।
শনিবার (২ জুলাই) বিকেলে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার পৌর শাখার উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, ‘দেশের শতভাগ মানুষের ঘরে এখন বিদ্যুতের আলো, সর্বত্র পাকা রাস্তা, পুল—ব্রিজ—কালভার্ট, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, পদ্মার বুক চিড়ে পদ্মা সেতু, মেট্রোরেল এসবই বর্তমানে বাংলাদেশের বদলে যাওয়ার বাস্তব চিত্র। দেশের এই সত্যিকারের বদলে যাওয়ার প্রধান রূপকারই হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এই কার্যক্রম তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে সারা বাংলাদেশ মডেল হিসেবে রূপান্তর হবে। ’
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, ‘তলা-বিহীন ঝুড়ির’ অপবাদকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ এখন সারাবিশ্বের সামনে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতায়—দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর বলেন, কর্মসূচীর প্রথম দিনেই ১২টি বুথে প্রায় ১২০০ জন নবায়ন ও নতুন সদস্য ফরম পূরণ করেন। মোবাইল অ্যাপসের মাধ্যমে ডাটাবেজ তৈরি করে সকল সদস্যের তথ্য—উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে পৌর আওয়ামী লীগের ১২০ জন প্রশিক্ষিত কর্মী মাসব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালনা করবেন। কার্যক্রমে এক মাসে প্রায় ৩০ হাজার নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচির প্রথম দিনেই সদস্য পদ নবায়ন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, অ্যাডভোকেট রনজিত দাশ, জেলা আওয়ামী লীগ নেতা ডা. মাহবুবুর রহমান, অ্যাডভোকেট তাপস রক্ষিত, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম, কাজী মোস্তাক আহমদ শামীম, হেলাল উদ্দিন কবির, এম.এ মনজুর, হাজী এনামুল হক, আসিফুল মওলা, নাজমুল হোসেন নাজিম, ডা. পরিমল কান্তি দাশ, সেলিম নেওয়াজ, আতিক উল্লাহ কোম্পানি, সেলিম উল্লাহ, অ্যাডভোকেট এরশাদুল্লাহ সিকদার, নুরুল আলম পেটান, শুভ দত্ত বড়ুয়া, শাহেদ আলী সাহেদ, ইউছুফ বাবুল, নাছির উদ্দিন, জিয়া উল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট রিদুয়ান আলী, মিজানুর রহমান, শাহ নেওয়াজ চৌধুরী, সত্যপ্রিয় চৌধুরী দোলন, আহমেদ উল্লাহ, মেজবাহ উদ্দিন কবির, জাফর আলম, কাশেম আলী, ওসমান গণি টুলু, তাজউদ্দিন তাজু, ওয়াহিদ মুরাদ সুমন, আবদুল মজিদ সুমন, গিয়াস উদ্দিন, হাবিব উল্লাহ, জানে আলম পুতু, মিন্টু দাশ, আরমানুল আজিম, ইয়াহিয়া খান, আবদুল্লাহ আল মাসুদ আজাদ, আজিমুল হক, আবু আহমদ, সেলিম ওয়াজেদ, আমির উদ্দিন, নুর মোহাম্মদ, নজরুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াস, মোর্শেদুল হক চৌধুরী, জহিরুল কাদের সিকদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
এসবি/কেএআর