ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ৪ শতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ৪ শতাধিক

ভোলা: ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ৪ শতাধিক নেতাকর্মীর নামে দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

রোববার (৩১ জুলাই) দিনগত রাতে ভোলা সদর মডেল থানায় এ দুটি মামলা দায়ের করা হয়।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. জসিম বাদী হয়ে পুলিশের ওপর হামলার এবং সেচ্চাসেবদল কর্মী হত্যার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

এতে ৭৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫০ আসামি করা হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ বলেন, আসামিদের গ্রেফতার পুলিশ অভিযান চালাচ্ছে।

এদিকে সেচ্চাসেবক দলের কর্মী আ. রহিম হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির পক্ষ থেকে পাল্টা আরেকটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।