জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): সারা দেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে এবং ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সোমবার (১ আগস্ট) বেলা ১২টায় জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে রায়সাহেব বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শাখারিবাজার মোড় ঘুরে জজ কোর্টের সামনে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন, ছাত্রদল নেতা এম এ ফয়েজ, জুলকার নাইন, আজিম চৌধুরী, তাহসান রেজা, শাকিল চৌধুরী, খোরশেদ রকি, রাকিবুল অয়ন, আল আমিন, মুসাব্বির মিল্লাত, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমী, সাদ্দাম হোসেন, মোস্তাফিজুর অয়ন, রাশেদ হাসিম, সজীব সাজু, জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, মাহমুদুল হাসান, মাঈন উদ্দিন, কাউসার আকাশ, আরিফুল ইসলাম, ইয়াসির আরাফাত, মারুফ আহমেদ, রিফাত, আসিফ ইমরান, রাসেল মিয়া, মেহেদী হাসান, শাওন, রবিন মিয়া শাওন, মেহেদী বাপ্পি, মোজ্জামেল ডেনি, মোরসালিন, সুলতান মাহমুদ, তারিকুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুলাই ০১, ২০২২
এমজেএফ