বরিশাল: জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও ছাত্রদল সভাপতি নুরে আলমকে গুলি করে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) বিকেলে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে ৪টি ওয়ার্ডের নেতাকর্মীদের সমাবেশের আয়োজন করা হয়।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেসবাহ উদ্দিন ফরহাদ, মো. এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান টিপু ও অ্যাডভোকেট শাহ্ আমিনুল ইসলাম আমিন।
আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, আলতাফ মাহমুদ সিকদার, মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর মহিলা দলেল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ অহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তছলিম উদ্দিন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাযহারুল ইসলাম জাহান, মহানগর ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ ওয়ার্ড নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে নাজিরের পুল এলাকায় পুলিশ তাতে বাধা দেয়। পুলিশি বাধায় মিছিল সদর রোডে প্রবেশ করতে না পেরে কর্মসূচি সেখানেই সমাপ্ত ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এমএস/এমজেএফ