ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাসপাতালের পথে খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
হাসপাতালের পথে খালেদা জিয়া

ঢাকা: শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবার হাসপাতালে নেওয়া হচ্ছে।

রোববার (২৮ আগস্ট) রাত পৌনে ৮টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়ার গাড়িবহর এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেয়।

এ সময় বিএনপি নেতা ডা. এজেএম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, আমিনুল হক, সাইফুল আলম নীরব, যুবদল নেতা সুলতান সালাউদ্দীন টুকু, মামুন হাসান, এসএম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভূঁইয়া জুয়েলসহ দলীয় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত রয়েছেন।  

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

জানা গেছে, পরীক্ষা-নিরীক্ষার পর রাতে খালেদা জিয়াকে হাসপাতালে রাখা হবে। আগামী সোমবার (২৯ আগস্ট) পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।

এর আগে গত ২২ আগস্ট সবশেষ খালেদা জিয়াকে চেকআপের জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ওইদিন রাতেই তাকে বাসায় নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।