ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আন্দোলনের নামে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করছে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
‘আন্দোলনের নামে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করছে’

চট্টগ্রাম: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর আয়োজিত ১৫ আগস্ট ও ২১শে আগস্ট উপলক্ষে শোক দিবস ও আলোচনা সভা আজ রাত ৮টায় মোমিন রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে কোতোয়ালি থানা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শাখার সভাপতি জাহেদুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে, তৌহিদুল ইসলাম মিঠুনের সঞ্চালয়নায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি হাসিনা মহিউদ্দিন।

তিনি বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা।

খুনীরা এ দেশকে পাকিস্তান বানাতে নীল নকশা করে। তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি আন্দোলনের নামে দেশে সেই পুরোনো কায়দায় নৈরাজ্য সৃষ্টি করছে, বঙ্গবন্ধুর আর্দশের প্রতিটি মানুষ এ নৈরাজ্য প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক নিলু নাগ, বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা, সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ সাহাবউদ্দিন, বিপু ঘোষ বিলু, সুজিত ঘোষ, ইকবাল আহমেদ ইমু, মোহাম্মদ সিরাজ,দিপু নাথ, ডা. আহমেদ ফয়সাল চৌধুরী, সুমন দাশ, মোর্শেদ আলম, আবু তাহের রানা, মোহাম্মদ রুবেল, অন্তর হোড় ও মোহাম্মদ সাকিব।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
টিসি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।