ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা: কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  

সোমবার (৩০ ডিসেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷ 

অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ।

 

মেঢাবিবি-৫, ধানমণ্ডির আওতাধীন কামরাঙ্গীরচর এলাকায় তিতাসের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদে একাধিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ডিজিএম, মেঢাবিবি-৫, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-সহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন, ঢাকাকে অবহিত রেখে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকার এস এম স্টিল, নিউ সরদার এন্টারপ্রাইজ, খান এন্টারপ্রাইজসহ আরও চারটি নামবিহীন খানাডুলি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।  

এ সময় বার বার্নার ১৮টি, পাইপ বার্নার ৪টি, স্টার বার্নার ৬টিসহ প্রায় ৮ হাজার ২০০ ফুটের বেশি অবৈধ বিতরণ লাইনের উচ্ছেদ করা হয়েছে।  

২১০ ফুট জি আই পাইপ, ৪০ ফুট এম এস পাইপ, ১২টি কম্প্রেসর/বুস্টার, ৩৩০ কেজি বার্নারের মালামাল/লোহার সরঞ্জাম ও ১০টি পাইপ বার্নার জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এসকে/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।