ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতের মূল্যবৃদ্ধি

ভেতরে গণশুনানি, বাইরে গণঅবস্থান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
ভেতরে গণশুনানি, বাইরে গণঅবস্থান ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভেতরে চলছে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রক্রিয়া (গণশুনানি), আর তার ঠিক বাইরেই চলছে এর প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চার গণঅবস্থান।

বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশনে (বিইআরসি) মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে দশটায় এ গণশুনানি শুরু হয়েছে।


undefined


শুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিইডিবি) পাইকারি বিদ্যুতের দাম ১৮.১২ শতাংশ অর্থাৎ ইউনিট প্রতি পঁচাশি পয়সা বৃদ্ধির প্রস্তাব করেছে। বিইডিবি’র প্রস্তাবে বলা হয়েছে, বর্তমানে তাদের পাইকারি বিদ্যুতের ইউনিট প্রতি উৎপাদন ও সাপ্লাই খরচ পড়ছে ৬.৫৪ টাকা। আর বর্তমানে তারা বিদ্যুতের পাইকারি বিক্রির ক্ষেত্রে দাম নিচ্ছেন ইউনিট প্রতি ৪.৬৭ টাকা।

এ গণশুনানি গ্রহণ করছেন বিইআরসি’র চেয়ারম্যান এআর খান, সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন, রহমান মুর্শেদ, মাকসুদুল হক প্রমুখ।

undefined


এদিকে ভেতরে যখন বিদ্যুতের দাম বৃদ্ধির লক্ষ্যে এ গণশুনানি চলছে, ঠিক সে সময়ে বাইরে এর বিরুদ্ধে গণঅবস্থান কর্মসূচি পালন করছে গণতান্ত্রিক বাম মোর্চা। বাম মোর্চাভুক্ত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গনতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন ও গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা গণঅবস্থানে অংশ নিচ্ছেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বাংলানিউজকে বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির এ প্রক্রিয়া অবৈধ। এর কোনো যৌক্তিকতা নেই। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা দুপুর দুইটা পর্যন্ত এখানে অবস্থান করবো।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।