ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

নলডাঙ্গায় বিদ্যুতের সাব-স্টেশনের নির্মাণ কাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
নলডাঙ্গায় বিদ্যুতের সাব-স্টেশনের নির্মাণ কাজ শুরু নলডাঙ্গায় বিদ্যুতের সাব-স্টেশনের নির্মাণ কাজ শুরু

নাটোর: নাটোরের নলডাঙ্গায় ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ইনডোর টাইপ সাব-স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক সামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপ-দপ্তর সম্পাদক আক্রামুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী মণ্ডল প্রমুখ।

বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার আলী বাংলানিউজকে জানান, ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ইনডোর টাইপ সাব-স্টেশন নির্মাণ কাজ শেষ হলে এখান থেকে ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাবে। সাব-স্টেশন নির্মাণ কাজে ৬ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে। আগামী জুন মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। এনার্জি প্যাক লিমিটেড নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠান এই নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।