ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

লামায় বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
লামায় বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন লামায় বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন

বান্দরবান: বান্দরবানের লামায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩৩/১১ কেভির বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এ প্রকল্পের উদ্বোধন করেন

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, বিদ্যুৎ বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাশরুফ হোসেন মাশফি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌমলী মুজিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।