ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

মিঠামইনে বিদ্যুৎ পেলো ২৫০ পরিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
মিঠামইনে বিদ্যুৎ পেলো ২৫০ পরিবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মিটামইন সদর ইউনিয়নের উড়িয়ন্দ গ্রামের ২৫০টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।

বুধবার (২১ মার্চ) দুপুরে এ সংযোগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস শাহিদ ভূঁইয়া, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মনির উদ্দিন মজুমদার, জেলা পরিষদের সদস্য ও মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্রাক্তন সভাপতি মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম মানিক, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মো. ইদ্রিছ আলী, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।