ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতের আলোয় আলোকিত হলো সাতক্ষীরার ৪ গ্রাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
বিদ্যুতের আলোয় আলোকিত হলো সাতক্ষীরার ৪ গ্রাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: বিদ্যুতের আলোয় আলোকিত হলো সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের চার গ্রাম।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে ধুলিহর ইউনিয়নের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে সুইচ টিপে কাশিনাথপুর, দৌলতপুর, পূর্ব শুকদেবপুর ও আহসানডাঙ্গা গ্রামের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

ধুলিহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বিদ্যুতের বিকল্প নেই। এজন্য ২০১৮ সালের জুন মাসের মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।

বিদ্যুৎ উৎপাদনে সরকারের ভর্তুকি দেওয়ার কথা উল্লেখ তিনি সবার প্রতি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।

৯৪ লাখ টাকা ব্যয়ে ৭ দশমিক ৫৩ কিলোমিটার লাইন নির্মাণ করে এ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কাশিনাথপুর, দৌলতপুর, পূর্ব শুকদেবপুর ও আহসানডাঙ্গা গ্রামের ৩৩০টি পরিবার বিদ্যুতায়নের আওতায় এলো।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।