ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

পোরশায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
পোরশায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন ঘোষণা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (১ এপ্রিল) দুপুরে পোরশার সারাইগাছী স্কুল মাঠে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন ঘোষণা করা হয়।

মন্ত্রী বলেন, ২০১৮ সালের ৩০ জুনের মধ্যে দেশের প্রতিটি বিদ্যালয় বিদ্যুতায়নের আওতায় আনা হবে।

শুধু তাই নয়, বরিশালে গ্যাস সংযোগ শুরু হয়েছে। এরপর খুলনা তারপর নওগাঁতেও গ্যাসের ব্যবস্থা করা হবে। শেষে সবার কাছে নৌকা মার্কায় ভোট চান মন্ত্রী।

এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।