ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

যে ভয় পায় সে হেরে যায়

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মে ৫, ২০১৮
যে ভয় পায় সে হেরে যায় বক্তব্য রাখছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু

কেরানীগঞ্জ (ঢাকা): বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, যে ভয় পায় সে হেরে যায়। তাকে আর জেতানো সম্ভব নয়। ভয় পেলে চলবে না, আমাদের বড় বড় স্বপ্ন দেখতে হবে। আমি যদি ৫০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন দেখি তাহলে অন্তত ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। ভয় পেয়ে ঘরে বসে থাকলে ১ মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন সম্ভব নয়।

শনিবার (৫ মে) দুপুর দেড়টায় উপজেলার জিনজিরা পি এম পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটি কর্তৃক আয়োজিত "এডুকেটর ডেভেলপমেন্ট ওয়ার্কশপ" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের শিক্ষার মান ও হার দুটোই বেড়েছে।

ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে মেয়েরাও এগিয়েছে, ঘরে ঘরে আজ গ্রাজুয়েট। শিক্ষার মান বেড়েছে বলেই দেশ আজ এতো উন্নত হচ্ছে।

কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মুজাহিদুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন।

এসময় আরো বক্তব্য রাখেন- এফবিসিসিআই সভাপতি শফিকুল ইসলাম মহিউদ্দিন, পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. এম এ কাইয়ুম, যুগ্ম সচিব আলী নূর, নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আব্দুল হান্নান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব জলিল ভূইয়া, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. জজ মিয়া, জিনজিরা পি এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল ও ধরিত্রী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রদিপ হালদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ০৫ মে, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।