ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

চাঁদপুরে ৪শ’ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জুন ৯, ২০১৮
চাঁদপুরে ৪শ’ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলায় বিদ্যুতের আলোয় আলোকিত হল তিন গ্রামের ৪শ’ পরিবার। 

শনিবার (৯ জুন) দুপুরে উপজেলার পালগিরী, যুগীচাপড় ও কাদলা গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।  

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কচুয়া জোনাল অফিসের ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগীচাপড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. জসীম উদ্দীন, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজল রেখা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ০৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।