ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

মিঠামইনে ২৫০০ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুন ১২, ২০১৮
মিঠামইনে ২৫০০ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করছেন রেজওয়ান আহাম্মদ তৌফিক

কিশোরগঞ্জ: বিদ্যুতের আলোয় আলোকিত হলো কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের পাঁচ গ্রামের ২৫০০ পরিবার। 

মঙ্গলবার (১২ জুন) বিকেলে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মালিউন্দ বাজারের মাঠে এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভরা, মালিউন্দ, চমকপুর, ঘাগড়া ও খলাপাড়া গ্রামের ২৫০০টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ দেওয়া হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন-মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস শাহিদ ভূইয়া, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন-নিকলী) তারেক কামাল, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মনির উদ্দিন মজুমদার, ঘাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীসহ উপজেলার যুবলীগ-ছাত্রলীগের নেতরা।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ১২ জুন, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।