ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

চাঁদপুরে ৬৫ গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১৮
চাঁদপুরে ৬৫ গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন দুর্যোগ-ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় ৬৫ গ্রামের পাঁচ হাজার ১৮০ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

শনিবার (৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন দুর্যোগ-ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

ত্রাণমন্ত্রীর বাড়ির প্রাঙ্গণে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

এতে সভাপতিত্ব করেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. আবু তাহের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুর মোস্তফা তালুকদার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল ইসলাম, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট রহুল আমিন, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা এইচ এম গিয়াস উদ্দিনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জানা যায়, দুই উপজেলার ৮২ দশমিক ৯৪৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে মতলব দক্ষিন উপজেলায় ৩০ দশমিক ৭৮৮ কিলোমিটার এবং উত্তর উপজেলায় ৫২ দশমিক ১৬ কিলোমিটার। প্রায় ৮৩ কিলোমিটার নতুন লাইনে নির্মাণ ব্যয় হয়েছে ১২ কোটি ৪৪ লাখ ২৮ হাজার টাকা।

অনুষ্ঠানে জানানো হয়, মতলব দক্ষিণ উপজেলায় ৯০ শতাংশ এবং উত্তর উপজেলায় ৭৫ শতাংশ পরিবারের বিদ্যুৎ সংযোগ পেয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে দুই উপজেলায় শতভাগ বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।