ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

আলোকিত হলো উল্লাপাড়ার ১৯০৩ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
আলোকিত হলো উল্লাপাড়ার ১৯০৩ পরিবার ৪৮ গ্রামের একযোগে জ্বলে উঠলো বৈদ্যুতের আলো

সিরাজগঞ্জ: শত শত বছরের অন্ধকার ঘুচিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৪৮টি গ্রামের এক হাজার ৯০৩ পরিবারে একযোগে জ্বলে উঠলো বৈদ্যুতের আলো।

মঙ্গলবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের পুস্তিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

বিদ্যুতায়ন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তানভীর ইমাম বলেন, বিদ্যুৎবিহীন সীমাহীন দুর্ভোগে ছিল এ অঞ্চলের মানুষ।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী আজ এসব গ্রামে বিদ্যুৎ দেওয়া হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা জানেন কিভাবে উন্নয়ন করতে হয়। তিনি সমস্যা চিহ্নিত করে উন্নয়ন করছেন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামীতে আবারও তাকে প্র্রধানমন্ত্রী বানাতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।  

রামকৃঞ্চপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হিরোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ-১ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাসান আহম্মেদ মজুমদার, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামন, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ, সলপ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান, বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সোহেল রানা, রামকৃঞ্চপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন মল্লিক প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার রামকৃঞ্চপুর, সলঙ্গা, হাটিকুমরুল ও বাঙ্গালা ইউনিয়নের ৪৮টি গ্রামের এক হাজার ৯০৩ পরিবারের মধ্যে সাড়ে ৪১ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সংসদ সদস্য তানভীর ইমাম।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।