ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

৮ দিন ২৪ ঘণ্টা খোলা সিএনজি ফিলিং স্টেশন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
৮ দিন ২৪ ঘণ্টা খোলা সিএনজি ফিলিং স্টেশন সিএনজি ফিলিং স্টেশনের ফাইল ফটো

ঢাকা:  ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে সিএনজি (রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস) স্টেশনগুলো ঈদের আগে ও পরের চারদিন করে ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, বর্তমানে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার নিয়ম রয়েছে। গ্যাস সংকটের কারণে কয়েক বছর ধরে এই নিয়ম চলে আসছে।


 
বর্তমানে দৈনিক প্রায় ২৭০০ এমএমসিএফডি গ্যাস উৎপাদন হয়। তবে চাহিদা ধারণা করা হয় এর চাহিদা রয়েছে প্রায় ৪ হাজারের কাছাকাছি। একই সময়ে দেশের গ্যাস মজুদ কমে যাওয়ায় কমে যাচ্ছে উৎপাদনের পরিমাণও। যে কারণে এলএনজি আমদানি শুরু করেছে সরকার।  

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এসআই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।