ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুৎ সক্ষমতা বাড়াতে এডিবির ২ হাজার ৮৭০ কোটি টাকার ঋণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
বিদ্যুৎ সক্ষমতা বাড়াতে এডিবির ২ হাজার ৮৭০ কোটি টাকার ঋণ ঋণচুক্তি অনুষ্ঠানে কর্মকর্তারা-ছবি-বাংলানিউজ

ঢাকা: দেশের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বাড়াতে ৩৫ কোটি ডলার ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার সমান ৮২ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ৮৭০ কোটি টাকা।

সাউথ ইস্ট গ্রিড এক্সপানশন প্রকল্পের আওতায় এই ঋণ দিয়েছে সংস্থাটি। প্রকল্পের মোট ব্যয় ৫৩ দশমিক ২ কোটি ডলার।

বাকি অর্থ জিওবি খাত থেকে মেটানো হবে।

সোমবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মলেন কক্ষে এডিবি ও বাংলাদেশ সরকারের মধ্যে এই ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া একটি প্রকল্প চুক্তিও স্বাক্ষরিত হয়। সরকারের পক্ষে ঋণচুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব কাজী শফিকুল আযম এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

প্রকল্পের আওতায় গোপালগঞ্জ এলাকায় একটি সাবস্টেশন নির্মাণ করা হবে। বরিশাল ও ফরিদপুরে ১২৬ কিলোমিটার ট্রান্সমিশন লাইন এবং বগুড়া থেকে রংপুরে ১০৪ কিলোমিটার বৈদ্যুতিক সঞ্চালন লাইন নির্মাণ করা হবে।

এডিবির দেওয়া ঋণ ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য। এই ঋণে সুদের হার ০ দশমিক ১০ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এমআইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।