ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বুধবার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বুধবার 

রাজশাহী: রাজশাহীর কাটাখালি গ্রিড উপকেন্দ্রের সংরক্ষণ ও মেরামত কাজের জন্য বুধবার (১২ ডিসেম্বর) মহানগরীর কয়েকটি এলাকা বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার কাটাখালি গ্রিড উপকেন্দ্রের সংরক্ষণ ও মেরামত কাজ করা হবে।

তাই সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহানগরীর সাগরপাড়া, সেরিকালচার, রানীনগর, চরকাজলা, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী বিশ্বিবদ্যালয় (রাবি), বিনোদপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।  

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।