মঙ্গলবার (৮ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ না থাকায় সোনালী ব্যাংক নতুন বাজার শাখাসহ কয়েকটি ব্যাংকে কোনো লেনদেন হয়নি।
বিদ্যুৎ না থাকায় পানির পাম্প চালাতে না পারায় শহরের আবাসিক এলাকার বাসাবাড়িগুলো পানি শূন্য হয়ে পড়েছে।
মঙ্গলবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পিডিবি’র দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. মোস্তাকিম বাংলানিউজকে বলেন, গত ৭ জানুয়ারি (সোমবার) রাত পৌনে ১১টার দিকে বড়পুকুরিয়া সাবস্টেশন থেকে ৩৩ কেভি সরবরাহ লাইনের সংযোগ একটি আন্ডারগ্রাউন্ড ক্যাবল ফল্ট করে। ফলে মধ্যপাড়া পাথর খনি, ফুলবাড়ী ও দিনাজপুরে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে রাতেই ঘণ্টা খানিকের মধ্যে পার্বতীপুর শহর ছাড়া অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যায়।
তিনি বলেন, রাত থেকেই পিডিবি’র লোকজন পার্বতীপুরে ৩৩ কেভি সরবরাহ লাইনের সংযোগ আন্ডারগ্রাউন্ড ক্যাবলের কোথায় ফল্ট তা নির্ণয়ের চেষ্টা করে। আন্ডারগ্রাউন্ড ক্যাবলের কোনো জায়গায় ফল্ট তা খুঁজে পেতে সময় লাগে। মূল ফল্ট পাওয়া গেছে। ক্যাবল রিকোভারি করার পর তা পরিষ্কার করে এখন ক্যাবল কিট লাগানোর কাজ চলছে।
পার্বতীপুর শহরে ঘণ্টা দুয়েকের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব হবে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
জিপি