শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে থেকে শুরু হয়ে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত আবাসিক ও সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
সাভার-আশুলিয়ার বাসিন্দা ও সিএনজি ফিলিং স্টেশনের লোকজন জানান, সকালে ঘুম থেকে উঠে চুলা জ্বালাতে গিয়ে দেখেন মিটমিট করে আগুন জ্বলছে।
তিতাসের সাভার শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুকসেদুর রহমান বাংলানিউজকে বলেন, মেরামত কাজ চলমান থাকায় আশুলিয়া, সাভার, আমিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপরা, পিরেরবাগ, কল্যাণপুর, শ্যামলী, রিংরোড, মনসুরাবাদ, কাদিরাবাদ, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, আজিমপুর, হাজারীবাগ ও এসব এলাকার আশপাশের সংযোগে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলেও জানান তিতাসের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
জিপি