ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

না.গঞ্জে ডিপিডিসির গণশুনানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
না.গঞ্জে ডিপিডিসির গণশুনানি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে অবস্থিত ডিপিডিসির শীতলক্ষ্যা কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে (৩য় পর্ব) বিদ্যুৎ সরবরাহ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন গ্রাহকরা। 

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে আয়োজিত এ শুনানিতে গ্রাহকরা আসন্ন পবিত্র রমজান মাসেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার দাবি জানান।  

গণশুনানিতে ডিপিডিসির শীতলক্ষ্যা কার্যালয়ের কর্মকর্তারা গ্রাহকদের নানা সমস্যা শোনেন এবং তাৎক্ষণিক তাদের সমস্যার সমাধান দেন এবং রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার বিষয়ে আশ্বস্ত করেন।

গণশুনানি পর্বে উপস্থিত ছিলেন ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামাল হোসেন, শীতলক্ষ্যা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মজিদ, ফতুল্লা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাইনুদ্দিন।  

ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামাল হোসেন বলেন, আসন্ন রমজান মাস উপলক্ষে ডিপিডিসি প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে; যাতে ওই সময় গ্রাহকেরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা পেতে পারেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।