সোমবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিদ্যুৎকেন্দ্রটির ভেতরে পাইলিং কাজের উদ্বোধন করেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস।
চুক্তি অনুযায়ী নির্মাণ কাজ শেষে এখান থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে ২০২১ সালের জুলাই মাসে।
র্দীঘ ছয়মাসে মাটির কাজ শেষ হওয়ার পর সোমবার থেকে শুরু হয়েছে বিদ্যুৎকেন্দ্রেটির মূল কাজ পাইলিং। নির্ধারিত সময়ের মধ্যেই কেন্দ্রটি উৎপাদনে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসময় বিদ্যুৎকেন্দ্রটির ঠিকাদারি প্রতিষ্ঠানের বাণিজ্যিক ব্যবস্থাপক জিয়াং লি, সাব ঠিকারদারি প্রতিষ্ঠান ঐশি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আলতাব হোসেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার রেজাউল হোসেন ভূঁইয়াসহ বিদ্যুৎকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের আটটি ইউনিট থেকে ১৫৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র। যা পাওয়ার হাব হিসেবে পরিচিত। নির্মাণাধীন প্রকল্পটি বাস্তবায়ন হলে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত হবে ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এসআরএস