বৃহস্পতিবার (০৪ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার উত্তরপাড়া কাঠগড়া এলাকার বিভিন্নস্থানে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে অবৈধ সংযোগে ব্যবহৃত রাইজার ও চুলাসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে আবাসিক লাইনে অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। এরফলে বুধবার (০৩ জুলাই) বিস্ফোরণ হয়ে একটি শিশুর মৃত্যু ও ৪ জন আহত হয়েছে। অভিযানে প্রায় ২ হাজার চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সঙ্গে প্রায় দুই কিলোমিটার পাইপ জব্দ করা হয়েছে। এসময় রাইজারগুলো খুলে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাসা-বাড়িগুলোতে হাই-প্রেসার (১৫০ পিএসআইজি) লাইন থেকে অবৈধভাবে রেগুলেটরবিহীন সংযোগ নেওয়ায় যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আর এ কারণে সৃষ্ট দুর্ঘটনার দায় তিতাস গ্যাস বহন করবে না। তাই গ্রাহককেই এ ব্যাপারে সচেতন হয়ে অবৈধ সংযোগ নেওয়া থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, আশুলিয়ার সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান চলবে। সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে রাতে সাভার মডেল থানায় মামলা করা হবে।
অভিযানকালে আশুলিয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
এনটি