২০১৬ সালের হিসাব মতে ফেনী পৌর এলাকায় ২ হাজার ৩’শ ৬৬টি টিউব ও এনার্জি লাইট ব্যবহার করা হয়েছে। ওই বছর বিল করা হয়েছিলো ৬০ লাখ ৩৮ হাজার ৪’শ ৭৭ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১ সালে ৯ লাখ ২৯ হাজার ৬শ ৬৮ টাকা, ২০১২ সালে ১০ লাখ ১১ হাজার ৮শ ৫৮ টাকা, ২০১৩ সালে ২৪ লাখ ৩০ হাজার ৯৩ টাকা, ২০১৪ সালে ৪২ লাখ ৩১ হাজার ৪শ ১৮ টাকা, ২০১৫ সালে ৫৭ লাখ ৪ হাজার ৫শ ৭৬ টাকা বিল পাঠায় পিডিবি। পৌরসভা সূত্র জানায়, প্রতিবছর বিদ্যুত বিল বেড়েই চলেছে। বিল বাড়ানোর বিষয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে বিল পাঠাচ্ছে পিডিবি কর্তৃপক্ষ।
ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম গিটার বাংলানিউজকে জানান, ভুতুড়ে বিলের বিষয়ে পিডিবিকে লিখিতভাবে চিঠি দেওয়া হলেও কোনো সদুত্তর মেলেনি। বিভিন্ন মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
জানতে চাইলে পিডিবির নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, বিভিন্ন মেলা ও সরকারি আচার-অনুষ্ঠানে পৌরসভা বাড়তি বিদ্যুত ব্যবহার করায় বিল বেড়েছে। মিটার রিডিং অনুযায়ী বিল করা হয়। ফাণ্ড সঙ্কটের অজুহাতে পৌরসভার বকেয়া বেড়ে যায়।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এসএইচডি/ওএইচ/