ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

৭ বছরে ফেনী পৌরসভার বিদ্যুৎ বিল বেড়েছে সাতগুণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
৭ বছরে ফেনী পৌরসভার বিদ্যুৎ বিল বেড়েছে সাতগুণ ফেনী পৌরসভা, ছবি: বাংলানিউজ

ফেনী: গত সাত বছরে ফেনী পৌরসভার বিদ্যুৎ বিল বেড়েছে সাতগুণ। রাড়তি অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ। এর খড়গ গিয়ে পড়ছে পৌরবাসীর ওপর।

২০১৬ সালের হিসাব মতে ফেনী পৌর এলাকায় ২ হাজার ৩’শ ৬৬টি টিউব ও এনার্জি লাইট ব্যবহার করা হয়েছে। ওই বছর বিল করা হয়েছিলো ৬০ লাখ ৩৮ হাজার ৪’শ ৭৭ টাকা।

২০১৮ সালে দ্বিগুণ বাড়িয়ে ১ কোটি ১৪ লাখ টাকা বিল পাঠায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এভাবে গত ৭ বছরে বিল বেড়েছে সাতগুণ। বাধ্য হয়ে বাড়তি অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১ সালে ৯ লাখ ২৯ হাজার ৬শ ৬৮ টাকা, ২০১২ সালে ১০ লাখ ১১ হাজার ৮শ ৫৮ টাকা, ২০১৩ সালে ২৪ লাখ ৩০ হাজার ৯৩ টাকা, ২০১৪ সালে ৪২ লাখ ৩১ হাজার ৪শ ১৮ টাকা, ২০১৫ সালে ৫৭ লাখ ৪ হাজার ৫শ ৭৬ টাকা বিল পাঠায় পিডিবি। পৌরসভা সূত্র জানায়, প্রতিবছর বিদ্যুত বিল বেড়েই চলেছে। বিল বাড়ানোর বিষয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে বিল পাঠাচ্ছে পিডিবি কর্তৃপক্ষ।

ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম গিটার বাংলানিউজকে জানান, ভুতুড়ে বিলের বিষয়ে পিডিবিকে লিখিতভাবে চিঠি দেওয়া হলেও কোনো সদুত্তর মেলেনি। বিভিন্ন মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

জানতে চাইলে পিডিবির নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, বিভিন্ন মেলা ও সরকারি আচার-অনুষ্ঠানে পৌরসভা বাড়তি বিদ্যুত ব্যবহার করায় বিল বেড়েছে। মিটার রিডিং অনুযায়ী বিল করা হয়। ফাণ্ড সঙ্কটের অজুহাতে পৌরসভার বকেয়া বেড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।