সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার কাশিমপুরের চক্রবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাজীপুর জেলা ডেপুটি কমিশনার থান্ডার কামরুজ্জামান।
প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সায়েম বাংলানিউজকে বলেন, অভিযানে প্রায় ১২শ’ বাসা-বাড়ির গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পর্যাক্রমে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
থান্ডার কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, গ্যাসের অবৈধ সংযোগ ব্যবহারকারী ও ঠিকাদারদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গ্যাসের অবৈধ সংযোগ বিছিন্নকালে উপস্থিত ছিলেন- সাভার তিতাস গ্যাসের উপ-ব্যবস্থাপক মহিউদ্দীন আহম্মেদ, উপ-ব্যবস্থাপক আমিনুল ইসলাম, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান ও ঠিকাদার মনির হোসেনসহ তিতাসের অন্যান্য কর্মকর্তারা।
অভিযানের সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন পুলিশ সদস্যরা।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এসআরএস