রোববার (৬ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আমরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে জানতে পারলাম যে, শনিবার (৫ অক্টোবর) দিল্লিতে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ থেকে এলপিজি গ্যাস রপ্তানির চুক্তি করা হয়েছে।
তেল-গ্যাস কমিটির বিবৃতিতে আরও বলা হয়, এখন এলপিজি উদ্বৃত্ত’ এই যুক্তি দেখিয়ে ভারতে রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে এলপিজি ব্যবসায়ী এবং ভারত সরকার লাভবান হবে।
বাংলাদেশ গ্যাস সংকট বহাল থাকা অবস্থায় গ্যাস রপ্তানির সিদ্ধান্ত জাতীয় স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আমরা সরকারের এ ভূমিকার তীব্র নিন্দা জানাই এবং সেই সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী এ ভূমিকা থেকে সরে আসার জন্য আহ্বান জানাই'।
বাংলাদেশের সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
আরকেআর/ওএইচ/