ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

জাতীয় স্বার্থবিরোধী চুক্তি ‘পিএসসি-২০১৯’ বাতিল দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
জাতীয় স্বার্থবিরোধী চুক্তি ‘পিএসসি-২০১৯’ বাতিল দাবি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির বিভাগীয় সমাবেশ। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির বিভাগীয় সভায় জাতীয় স্বার্থবিরোধী ‘উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) ২০১৯’ বাতিলের দাবি জানানো হয়েছে। সভার স্লোগান ছিল- ‘উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না’।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে নগরের কীর্তনখোলা মিলানায়তনে অনুষ্ঠিত সভায় এ দাবি জানানো হয়।

বরিশালে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব শাহ আজিজুর রহমান খোকনের সঞ্চালনায় ও আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মুহাম্মদ, জাতীয় কমিটির সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল আহমেদ, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মনির উদ্দীন পাপ্পু, সিপিবি বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান নিলু, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের জেলার নেতা মিঠুন চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।