ক. হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি এ বাক্য দৈনিক এক শত বার পড়বে তার গুনাহ মাফ করা হবে। যদিও তা সাগরের ফেনা পরিমাণ হয়।
খ. হজরত আবু যর (রা.) বর্ণনা করেন, নবী করিম (সা.) ইরশাদ করেন, আল্লাহতায়ালার কাছে সবচেয়ে প্রিয় বাক্যটি আমি কি তোমাকে শেখাবো? আমি নিবেদন করলাম, হ্যাঁ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্যটি আমাকে শেখান। তিনি বললেন, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় বাক্য হলো-
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। -সহিহ মুসলিম : ৭১০২
অর্থ : আমি পবিত্রতা ঘোষণা করছি ও প্রশংসা করছি আল্লাহতায়ালার।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘন্টা, জুন ২৫, ২০১৫
এমএ/