ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩

ডিআরইউ সাঁতারে চ্যাম্পিয়ন বিনু-জাফর

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মে ১৮, ২০২৩
ডিআরইউ সাঁতারে চ্যাম্পিয়ন বিনু-জাফর

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসির পৃষ্ঠপোষকতায় ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৩’ এর সদস্যদের সাঁতার ইভেন্টে নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ টেলিভিশন-বিটিভি’র শামসুন্নাহার বিনু। এই বিভাগে রানার আপ হয়েছেন সময় টেলিভিশনের রোজিনা রোজী।

তৃতীয় স্থান অর্জন করেন দৈনিক ভোরের কাগজের মরিয়ম মনি (সেঁজুতি)।
 
অপরদিকে সাঁতার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক সংগ্রামের জাফর ইকবাল। এই বিভাগে রানার আপ হয়েছেন দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল। আর তৃতীয় স্থান অধিকার করেন চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম।

এরআগে, রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আইভি রহমান সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন-বিওএ’র উপমহাসচিব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ১৮ মে, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।