ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

মার্তিনেসের বাংলাদেশ সফরসূচি জানা যাবে ১ জুন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মে ২৪, ২০২৩
মার্তিনেসের বাংলাদেশ সফরসূচি জানা যাবে ১ জুন

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে গত বছর কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এই সাফল্যের অন্যতম কারিগর এমিলিয়ানো মার্তিনেস।

জুলাইয়ে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে তার। ১ জুন আর্জেন্টাইন গোলরক্ষকের সফরসূচি নিয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন এর উদ্যোক্তা শতদ্রু দত্ত।

আজ (২৪ মে) বুধবার শতদ্রু দত্ত বাংলানিউজকে বলেন, ‘আগামী ৩১ মে বুধবার আমি ঢাকায় আসছি। পরের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলন আয়োজন করে সব জানাবো। ’

মার্তিনেসের ঢাকা সফরের জন্য স্পন্সর চূড়ান্ত হয়ে গেছে বলেও বুধবার জানিয়েছেন শতদ্রু দত্ত।  সবকিছু ঠিক থাকলে ৩ জুলাই ঢাকায় আসছেন মার্তিনেস। তার সফরসূচিতে কী থাকবে সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতেই ঢাকায় আসছেন শতদ্রু দত্ত।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ২৪ মে, ২০২৩
এআর/ এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।