ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

জুনিয়র এশিয়া কাপ হকি

মালয়েশিয়ার বিপক্ষে হারল বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, মে ২৫, ২০২৩
মালয়েশিয়ার বিপক্ষে হারল বাংলাদেশ

ওমানের সালালাহ শহরে আয়োজিত হচ্ছে জুনিয়র এশিয়া কাপ হকি। প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ।

মালয়েশিয়ার বিপক্ষে ৫-১ গোলে হেরেছে মামুনুর রশীদের শিষ্যরা। বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ।

মালয়েশিয়ার হয়ে হ্যাটট্রিক করেছেন শামিহ এরফান সুহাইমি। ম্যাচের ৮ মিনিটে শফিক ইকবাল দানিয়েল গোল করে মালয়েশিয়াকে এগিয়ে নেন। ৫ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন শামিহ। ১৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শামীম নাইম তৃতীয় গোল করে আক্ষরিক অর্থে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন।  

তিন গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে। দ্বিতীয় কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি।

৩৭ মিনিটে এক গোল শোধ দেয় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান মোহাম্মদ আব্দুল্লাহ।

মালয়েশিয়া আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিলে বাংলাদেশ শেষ কোয়ার্টারে লড়াই করতে পারেনি। শামিহ হ্যাটট্রিক করে লাল-সবুজ দলকে বড় ব্যবধানে হারাতে ভূমিকা রেখেছেন। পেনাল্টি কর্নার থেকে ৪৩ ও ৫৯ মিনিটে দুটি গোল করেন তিনি। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে মালয়েশিয়া টার্ফ ছেড়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।